নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের বড়হাটিতে করোনা ভাইরাসের উপসর্গ যেমন – জ্বর, সর্দি, কাশি,গলা ব্যথা, শ্বাসকষ্ট এমন সব লক্ষণ নিয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,খালিয়াজুরী সদরের বড়হাটির৷ বাসিন্দা ৫৫ বছর বয়সী নৃপেন্দ্র সরকার করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পেয়েছি, বিষয়টি সাথে সাথে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জানিয়েছি।পরে ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা পুরো পরিবারকে হোম কোয়ারান্টাইনে রেখেছি, লক ডাউন কার্যকরের বিষয়টি পরে জানানো হবে।।