যশোর অফিস:
করোনা পশু হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ রাখার জন্য যশোরে বিভিন্ন এনজিও’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে মাস্ক প্রদান করেছে। এনজিওদের মাসিক সমন্বয় সভায় করোনায় সচেনতা মূলক কাজে অংশ গ্রহণের জন্য জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এনজিওদের অংশ নেওয়ার আহবান জানান।
এতে এনজিওদের সংগঠন ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি) এই মাস্ক প্রদান করে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের হাতে ২ হাজার ১০০টি মাস্ক প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার গাজী এনামুল কবির, ব্র্যাক প্রতিনিধি অমরেশ চন্দ্র সরকার, আশা’র প্রতিনিধি আলতাফ হোসেন, ব্যুরো বাংলাদেশের প্রতিনিধি আল-আমিন খান, টিএমএসএস প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আহসানিয়া মিশনের আব্দুস সালাম প্রমুখ।
মাস্ক গ্রহণ করে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, করোনার এই মহামারি সময় আমাদের সকলকে সকলের প্রতি এগিয়ে আসতে হবে। আর কয়েক দিন বাদে কোরবানীর ঈদ।
এই ঈদে পশু হাটে মানুষ যাতে নিরাপদে তাদের পশু কিনতে ও বিক্রি করতে পারে তার জন্য সকলের সজাগ থাকতে হবে। নিরাপদ দূরাত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরিধান ব্যবতামূলক করতে হবে।
তা না হলে করোনা আমাদের সকলকে গ্রাস করবে। এই অদেখা শত্রর মোকাবেলা করতে সকলকে এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক এনজিওদের মত সকল শ্রেণিপেশার মানুষদের এগিয়ে আসার আহবান জানান।