নড়াইল অফিস:
দেশের মানুষ, গাছপালা, ফল- ফসল, পশু- পাখি, কীটপতঙ্গ কঠিন এই তাপদাহ থেকে পরিত্রান পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসলিম জনসাধারণ । ২৫ এপ্রিল দুপুরে নড়াইল পৌরসভার বাগবাড়ি মাঠে ইসতিসকার নামাজের মাধ্যমে মহান আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করেন। এই নামাজে এলাকার কয়েকশ মানুষ উপস্থিত হন। নামাজের এমামতি ও দোয়া পরিচালা করেন মওলানা বায়েজিদ হোসেন।
নামাজের শুরুতে আগত মুসল্লিদের উদ্দেশে মওলানা বায়েজিদ হোসেন বলেন, মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দিয়ে থাকেন । বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করবো । আমরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ আশা করি কবুল করবেন।