হোম অন্যান্যসারাদেশ কক্সবাজারে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অনলাইন ডেস্ক:

হত্যাসহ দশ মামলার আসামি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে পেকুয়ার মগনামা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ।

স্থানীয়রা জানিয়েছেন, মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম এক সময় দুর্ধর্ষ শিবির ক্যাডার ও যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর দেহরক্ষী ছিলেন। এলাকায় ফিরে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরই জড়িয়ে পড়েন ইয়াবা ব্যবসা ও সাগরে ট্রলার ডাকাতির মতো ঘৃণ্য অপরাধে। এছাড়া এলাকায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠন করে চাঁদাবাজি ও দখলবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যান। তার হাতে নির্যাতিত হয়েছেন প্রায় অর্ধশত পরিবার। বর্তমান সংসদ সদস্য জাফর আলমের অনুসারী হিসেবে পরিচিত ওয়াসিম পেকুয়ায় জাফর আলমের এজেন্ডা বাস্তবায়ন করে থাকেন। তার হেফাজতে এ. কে. ৪৭ রাইফেলের মতো অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও দেশীয় অস্ত্রের মজুদ রয়েছে বলে বলে জানান তারা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাবের এক অভিযানে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি সহায়তায় আবু সৈয়দ হত্যাকাণ্ডের প্রাথমিকভাবে তদন্তে প্রাপ্ত আসামি ওয়াসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

‘আবু সৈয়দ মৃত্যুর আগে ফেসবুক লাইভে এসে আসামি ওয়াসিমের কথা বলে গিয়েছেন যে, ওয়াসিম তাকে মেরে ফেলবে। এছাড়া এ হত্যাকাণ্ডে গ্রেফতার তিন আসামিও ওয়াসিমের সম্পৃক্ততার কথা বলে গিয়েছে। ওয়াসিমের পরিবারও আদালতে ওয়াসিমের নাম তালিকাভুক্ত করতে আবেদন করেছেন।’

গ্রেফতার ওয়াসিম প্রথমে শিবির হয়ে জামায়াত এবং পরে বিএনপির সঙ্গে জড়িয়ে অতীত অপকর্ম ঢাকতে চেষ্টা করেন। একপর্যায়ে জাফর আলম এমপির হাত ধরে আওয়ামী লীগে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও ত্যাগী আওয়ামী লীগের তীব্র প্রতিবাদের মুখ সেই চেষ্টা বিফল হয় বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন