অনলাইন ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর নামে মামলা হয়েছে থানায়।
রোববার রাতে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার (১১ নভেম্বর) এ ঘটনায় ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি দায়ের করা হয়।
ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয়ের ৪০ থেকে ৫০ জনসহ আওয়ামী লীগের আরো ৫৮ জনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানকেও আসামি করা হয়েছে।
জানা গেছে, রোববার রাতে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ভাঙ্গা মহাসড়ক থেকে উপজেলা পরিষদ ভবন সড়কের ফাঁকা জায়গায় রাত সাড়ে ৯টার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে করে দুজন লোক এসে তিনটি ককটেল ফাটিয়ে দ্রুতগতিতে চলে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রোববার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ভাঙ্গা উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল করেন।
ভাঙ্গা থানার ওসি আবুল খায়ের শেখ বলেন, রোববার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে আলামত হিসেবে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।