হোম অন্যান্যসারাদেশ ওয়ারী বিভাগ পুলিশ ভ্যানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখবে

জবি প্রতিনিধি:

অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত আগুন নেভাতে ওয়ারী বিভাগের পুলিশ টহল ভ্যানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখবে।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইকবাল হোসেন নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

ইকবাল বলেন, “পুলিশ ভ্যানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখবে যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় যাতে হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতি কম হয়।”

যানবাহনের ভেতরে পানি, বালি ও অগ্নি নির্বাপক যন্ত্র সংরক্ষণের জন্য পরিবহন মালিকদের পুলিশের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

ডেমরা, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ওয়ারী ও গেণ্ডারিয়া থানার ভ্যানে ব্যবহারের জন্য ৫০টি অগ্নিনির্বাপক যন্ত্র ডিভিশনের কাছে হস্তান্তর করেছে একটি বেসরকারি সংস্থা ভ্যারাইড বিল্ডার্স লিমিটেড।

অনুষ্ঠানে ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহানা আক্তার বলেন, গাড়িতে অগ্নিসংযোগ করলে পুলিশের কাছে আগুন নেভানোর কোনো উপায় থাকে না এবং সে কারণে কোম্পানিটি ওয়ারী বিভাগ পুলিশের কাছে অগ্নিনির্বাপক যন্ত্রগুলো হস্তান্তর করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন