হোম অন্যান্যসারাদেশ এমপি পাপুলসহ ৪ জনের ৬১৩ ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি

এমপি পাপুলসহ ৪ জনের ৬১৩ ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

সংকল্প ডেক্স :

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী সহিদ ইসলাম পাপুলসহ চারজনের ৬১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) আদালতের অনুমতি নিয়ে দুদকের তদন্ত কর্মকর্তা (উপ-পরিচালক) মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

চিঠিতে, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ‌ব‌্যাংক হিসাব ফ্রিজ করতে ৮ ব্যাংকের এমডিকে এ বিষয়ে নির্দেশনা দেয়ার অনুরোধ করা হয়েছে।

গেল ১১ নভেম্বর এমপি কাজী সহিদ ইসলাম পাপুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার পাচারের অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে এমপি পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন