কেশবপুর(যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুর প্রেসক্লাবের ৪২ তম, প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের এর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে আলোচনা সভা, প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাাননা ক্রেস্টপ্রদান , কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, এমপি । প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার বলেন, সংবাদকর্মীরা হলেন জাতির বিবেক । তারা কখনো কোন শৃঙ্খলে আবদ্ধ থাকে না। সত্য ন্যায়ের পথে তারা চলে। ইতিহাস কখনো হত্যা করা যায় না , আপনারা সঠিক ইতিহাস তুলে ধরেণ।
কেশবপুর প্রেসক্লাব এর সভাপতি আশরাফ- উজ- জামান খান, এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এস এম রুহুল আমিন, সহ সভাপতি এইচ এম আমির হোসেন , কেশবপুর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট আবু বকর সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর সদর আওয়ামীলীগ এর সাধারণ স¤পাদক মাহামুদ হাসান বিপু , কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলাঅউদ্দীন আলা, জনপ্রতিনিধিদের পক্ষে চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার ও কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট আবু বকর সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার, কেশবপুর প্রেসক্লাব এর সভাপতি আশরাফ- উজ- জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান ও প্রতিষ্ঠা বার্সিকী উদযাপনে কার্যকরি ভুমিকা রাখায় কেশবপুর প্রেসক্লাব এর সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্তীকে সম্মাণনা ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রভাষক মশিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, নাসিমা সাদেক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন , কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যা কাজী মুস্তাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক এাবদাত সিদ্দিক বিপুল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল , চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান , আনিসুর রহমান, এস এম হাব্বিুর রহমান,
মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল , যুবলীগের আহŸবায়ক পৌর কাউন্সিলর বিশ্বাস শহীদুজ্জামান শহিদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু,ছাত্রলীগের আহŸবায়ক কাজী আজারুল ইসলাম মানিক প্রমূখ। অীনুষ্ঠানে সহােগি সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সদস্য প্রভাষক মশ্য়িুর রহমান। এরপর কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে পরিচালনায় সংবাদকর্মীদের নিয়ে লেখা উদ্বোধনী সংগীত সহ মনোজ্ঞ সাংষ্কৃৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর শাখার শিল্পী বৃন্দ। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উজ¦ল ব্যানার্জি।
s