হোম অন্যান্যসারাদেশ উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক সহযোগীতায় প্রডিউসার অর্গানাইজেশন ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজারের কার্যক্রম শুরু করেছে ডুমুরিয়ায়। দু’দিনেই মিলেছে ব্যাপক সাড়া

উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক সহযোগীতায় প্রডিউসার অর্গানাইজেশন ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজারের কার্যক্রম শুরু করেছে ডুমুরিয়ায়। দু’দিনেই মিলেছে ব্যাপক সাড়া

কর্তৃক
০ মন্তব্য 93 ভিউজ

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক সহযোগীতায় প্রডিউসার অর্গানাইজেশন ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজারের কার্যক্রম শুরু করেছে ডুমুরিয়ায়। গত দুদিনে মিলেছে ব্যাপক সাড়া।

ভয় নয়, সচেতনতায় হবে জয় এবং নিরাপদ মাছ খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এই স্লোগানকে সামনে রেখে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক। উদ্ভোধনের দিন থেকেই ডুমুরিয়া প্রডিউসার অর্গানাইজেশন বিভিন্ন ধরণের মান সম্পন্ন নিরাপদ মাছ নিয়ে প্রতিদিন হাজির হচ্ছেন করোনায় গৃহবন্ধী মানুষের দোরগোড়ায়। গত দুদিনে মিলেছে ব্যাপক সাড়া। মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজারের গাড়ী থেকে মাছ ক্রয় করছে। এলাকার সচেতন মহল বলেছেন এ ধরণের উদ্যোগ ডুমুরিয়ার মাটিতে এই প্রথম।
এনএটিপি ২ মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ও
উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক সহযোগীতায় ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার পরিচালনা করছেন ডুমুরিয়া প্রডিউসার অর্গানাইজেশন। মাছ বিক্রির পাশাপাশি তারা করোনা ভাইরাস কি ভাবে ছড়ায়, আক্রান্ত হলে তার লক্ষণ, প্রতিরোধের উপায় সম্পর্কে আলোকপাত করছেন। সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও ব্যবহারের নিয়ম হাতে কলমে শেখাচ্ছেন। আতঙ্কিত না হয়ে সচেতন হতে বলছেন। প্রচুর পানি পান করতে, বিশ্রাম নিতে, নিয়মিত মাছ, মাংস, দুধ, ডিম সহ প্রচুর শাক-সবজি ও ফলমুল খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এছাড়া হাঁচি-কাশির সময় মুখে টিস্যু অথবা রুমাল ব্যবহার করতে এবং টিস্যুকে নির্ধাতি স্থানে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছেন।

ডুমুরিয়া প্রডিউসার অর্গানাইজেশনের সভাপতি খান চঞ্চল আহমেদ ও ম্যানেজার মোঃ ইদ্রিস আলী জর্দ্দার গতকাল উপজেলার খর্নিয়া, রুদাঘরা ও ডুমুরিয়া সদরে ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজারে গাড়ী নিয়ে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন । ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার টিমে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের উৎসাহ প্রদান করেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক, সহকারি মৎস্য কর্মকর্তা চিত্তরঞ্জন পাল, দপ্তরের ক্ষেত্র সহকারি এস এম সাদ্দাম হোসাইন, আব্দুস সালাম বিশ্বাস ও শেখ ইভান আহমেদ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক বলেন, করোনার ভয়ে মানুষ ঘর হতে বের হতে পারছে না। ফলে বাজার হতে মাছ কেনা সম্ভব হচ্ছে না। সুস্থ্য থেকে করোনাকে মোকাবেলা করার জন্য বেশি বেশি মাছ খাওয়া খুবই জরুরী। অন্য দিকে বাজারে চাহিদা ও দাম কম থাকায় চাষিরা মাছ ধরতে ভয় পাচ্ছে। এতে মারাত্বক ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। এ জন্য উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে ডুমুরিয়া প্রডিউসার অর্গানাইজেশন ও সিআইজি সদস্যদের সাথে সমন্বয় করে ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার চালু করা হয়। তিনি বলেন সিআইজি,নন সিআইজি চাষিদের কাছ থেকে মাছ ক্রয় করে সেই মাছ ডুমুরিয়া প্রডিউসার অর্গানাইজেশনের সভাপতি ও ম্যানেজারের মাধ্যমে সাধারন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এতে একদিকে মাছ চাষি মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন অন্যদিকে মানুষ ঘরে বসে নিরাপদ তাজা মাছ খেতে পারছেন । তিনি এ কার্যক্রমটি সমগ্র উপজেলায় সফলভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন