হোম অন্যান্যসারাদেশ উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাগুরায় শ্রীপুরে মশিউর রহমান নামে এক কৃষককে কুপিয়ে হত্যা

উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাগুরায় শ্রীপুরে মশিউর রহমান নামে এক কৃষককে কুপিয়ে হত্যা

কর্তৃক Editor
০ মন্তব্য 139 ভিউজ

মাগুরা অফিসঃ

মাগুরায় মামাতো ভাইয়ের স্ত্রী ও এক মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আজ মঙ্গলবার সকালে মসিয়ার রহমান (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। ঘটনাটি ঘটেছে জেলার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে। অন্যদিকে মৃত্যুর খবরে প্রতিপক্ষের কমপক্ষে ২৫/৩০ টি বাড়িঘরে হামলা হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। নিহত মসিয়ার দরিবিলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলী নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তার স্বামী মসিয়ার রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক।

এ কারণে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাকে নানা ভাবে হয়রানি ও মারধর করে আসছে। রবিবার বিকালে মসিয়ারের মামাতো ভাই ডলারের বাড়িতে কেউ না থাকার সুযোগে পাশের বাড়ির শাহাদত মিয়ার ছেলে ওলিয়ার রহমান (৩৫) ডলারের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ফুফাতো ভাইয়ের মেয়েকে উত্ত্যক্ত করে। রাতে বাড়ির লোকজন ফিরে এলে ডলারের স্ত্রীর নিকট থেকে সব ঘটনা জানতে পারে। পরে সোমবার সকালে মসিয়ার তার মামাতো ভাই মনিরুল ইসলামসহ কয়েকজন গ্রামবাসি নিয়ে ঘটনার বিষয়ে জানাতে শাহাদত মিয়ার বাড়িতে যায়। এসময় শাহাদত মিয়ার ছেলে ওলিয়ার তার লোকজনসহ রামদা, ছ্যানদা নিয়ে তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে আসে। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালে মসিয়ারকে একা পেয়ে আয়ুব, জামান, তুহিন, লিমন, জাহাঙ্গীর, আসলামসহ একদল লোক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় মসিয়ারকে বাঁচাতে এলে হামলাকারীরা আজাদ  আসাদ, মিন্টু  ঠান্ডু , মনিরুল , ডলার , মোতাহার , সোহেল, ফারুক  ও সুমনকে  কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মসিয়ারকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষিত পাল তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত সবাইকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আজাদ ও আসাদের অবস্থা গুরুতর।

এদিকে, মসিয়ারের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তার পক্ষের লোকজন প্রতিপক্ষের ২৫/৩০টি বাড়িঘরে হামলা করে। এসময় মুক্তিযোদ্ধা আব্দুল হাই, শিহাব, হাসেম, হবিবর, মজিবর, আযাত আলী, ইনছার আলী, রজবসহ কয়েক জনের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

হত্যাকান্ডের বিষয়ে শ্রীপুর উপজেলার ৩ নম্বর শ্রীকোল ইউনয়নের চেয়ারম্যান মোন্তাসিম বিল্লাহ সংগ্রাম বলেন, ‘ঘটনার বিষয়ে লোক মারফত শুনেছি। বর্তমানে আমি এখন ঢাকায় অবস্থান করছি। এ বিষয়ে আপাতত তেমন কিছু বলতে পারছি না।’
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, ঘটনার পরে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব এলাকা পরিদর্শন করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন