হোম অন্যান্যসারাদেশ উত্তর দেবনগরে প্রভাব খাটিয়ে পৈত্রিক সম্পত্তি থেকে  জোরপূর্বক গাছ কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের উত্তর দেবনগরে ভাইদের সহযোগিতায়
প্রভাব খাটিয়ে পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক মূল্যবান গাছ কেটে নেওয়ার
প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ
করেন, দেবনগর গ্রামের মৃত শামছুর রহমানের পুত্র মেজবা উদ্দিন। লিখিত
বক্তব্যে তিনি বলেন, যোগরাজপুর মৌজায় আমার পিতার নামীয় সম্পত্তি তার
ওয়ারেশ হিসেবে ৫ ভাই ও ৩ বোন ভাগ বন্টন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে
আসছিলাম। কিন্তু সম্প্রতি আমার ৩ ভাই গিয়াস উদ্দীন, রোকনুজ্জামান ও জালাল
উদ্দিন যোগসাজস করে আমাকে ক্ষতিগ্রস্থ করার পায়তারা চালিয়ে যাচ্ছে।
একপর্যায়ে চুপড়িয়া গ্রামের জনৈক আব্দুল্লাহ’র সাথে যোগাযোগ করে আমার
ভাগের সম্পত্তিতে থাকা দামি দামি গাছ স্বল্প মূল্যে আব্দুল্লাহ’র নিকট
বিক্রয় করে। সুচতুর আব্দুল্লাহ সুযোগ বুঝে তার ভাড়াটিয়া বাহিনীর সদস্যদের
নিয়ে ১৯ মার্চ ২১ তারিখ ভোরে আমার সম্পত্তিতে প্রবেশ করে বড় বড় তাল গাছ,
সেগুন গাছ ও মেহগুনি গাছ কাটতে থাকে। আমি ও আমার ছেলে বাধা দিতে গেলে
আব্দুল্লাহ আমাদের বাধার তোয়াক্কা না করে তার  ভাড়াটিয়া বাহিনীর সদস্যদের
দেখিয়ে আমাকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে বলে আমি গাছ
ক্রয় করেছি। কেউ বাধা দিতে আসলে ভালো হবে না। আমি আব্দুল্লাহকে বললাম
“উক্তগাছ গুলো আমার, আপনার কাছে কে বিক্রয় করলো? এভাবে গাছ কাটলে আমি
আইনের আশ্রয় গ্রহণ করবো”। তখন উক্ত আব্দুল্লাহ বলেন আমার ৩ পুত্র বড় পদে
চাকুরি করে। তোমার কিছু করার থাকলে করে নাও বলে হাকিয়ে দেয়। এছাড়া আমার
ভাই রোকনুজ্জামান ও জালাল উদ্দিন আমাকে বিভিন্ন হুমকি প্রদর্শন করে। তখন
আমি নিরূপায় হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
উক্ত সুচতুর পরসম্পদ লোভী আব্দুল্লাহ এবং আমার ৩ ভাই মিলে শুক্রবার
সারাদিন আমার সম্পত্তি থেকে অনেকগুলো গাছ কেটেছেন। তার মধ্যে কয়েকটি গাছ
নিয়ে গেছে আব্দুল্লাহ। শনিবার আবারো লোকজন দিয়ে তারা আমার সম্পত্তিতে
থাকা আরো অনেক দামি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার পায়তারা চালাচ্ছেন। আমি
আমার সম্পত্তি থেকে গাছ কাটা বন্ধ পূর্বক উল্লেখিত আব্দুল্লাহ এবং আমার ৩
ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের
আশু হস্তক্ষেপ কামনা করছি।র

সম্পর্কিত পোস্ট

মতামত দিন