হোম অন্যান্যসারাদেশ ইবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

ইবি ছাত্রশিবিরের তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫’ শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমূদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী ও ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোষ্টার প্রদর্শনী এবং রুবিকস কিউব চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব আয়োজনের জন্য তৈরি করা হয়েছে ৫৫টি স্টল। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ও প্রত্যেক অংশগ্রহনকারীর জন্য সার্টিফিকেট প্রদান করা হবে। এতে ইসলামী বিশ্ববদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
শাখা ছাত্রশিবিররের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যাদের প্রতিভা প্রকাশের সুযোগ মেলে না। আমরা তাদের মঞ্চ করে দিতে চাই। যেন তারা নিজেদের প্রকাশ করতে পারে, এবং দেশবাসী ও সরকার তাদের চিনতে পারে। আমরা চাই এখান থেকেই বের হয়ে আসুক ভবিষ্যতের সেরা বিজ্ঞানীরা।’
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ছাত্রশিবিরের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রত্যেকটা ছাত্র সংগঠন যদি এরকম আয়োজন করে, তাহলে শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে এবং তাদেরকে অনুপ্রাণিত করবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন