ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের নির্বাচন-২০২৩ এর তফসিল ঘোষণা হয়েছে। আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. কে. এম. আব্দুস ছোবাহান এবং অধ্যাপক ড. দেবাশীষ শর্মা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, আজ শনিবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং আগামী ২২ নভেম্বর বেলা ২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগামী ২৬ নভেম্বর বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত মনোনয়ন জমাদান এবং একইদিনে বেলা ১টায় মনোনয়ন বাছাই করে বেলা ২টায় প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৭ নভেম্বর বেলা ১টা পর্যন্ত প্রার্থীর লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং ঐ দিন বেলা ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ভোটের দিন ভোটারগণ স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে প্রবেশ করবেন এবং সশরীরে উপস্থিত হয় গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ শেষে বিকেল ৩টায় ভোট গণনা করা হবে। ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সকলের সম্মুখে রিটার্নিং অফিসার নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন।