ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ প্রদান করা হয়েছে। উপ-উপাচার্য পদে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিয়োগ পেয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের উপসচিব শাহিনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে সূত্রে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১১ (ক) (১) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১২(১) ধারা অনুযায়ী যথাক্রমে তাদেরকে এ নিয়োগ প্রদান করা হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের পরে গত ৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভু্ঁইয়া৷ এর পর থেকে ১১৬ দিন পদ দুটি শূন্য অবস্থায় ছিলো।