হোম অন্যান্যসারাদেশ ইবিতে ‘ট্রান্সজেন্ডার: একটি মানবতা বিধ্বংসী মতবাদ’ শীর্ষক সেমিনার

ইবিতে ‘ট্রান্সজেন্ডার: একটি মানবতা বিধ্বংসী মতবাদ’ শীর্ষক সেমিনার

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ট্রান্সজেন্ডার: একটি মানবতা বিধ্বংসী মতবাদ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান।
এসময় আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সেকান্দার আলী, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. সেকেন্দার আলী, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. গোলাম মওলা, অধ্যাপক ড. আব্দুল কাদের ও অধ্যাপক ড. রহিম উল্যাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লাহর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমফিল গবেষক শাহরিয়ার হাবিব। তার এম.ফিল গবেষণার শিরোনাম ‘সমাজে বিদ্যমান ফিতনাসমূহ: ইসলামের আলোকে উত্তরণের পথ ও পদ্ধতি’।
সেমিনারে বক্তারা বলেন, ‘ট্রান্সজেন্ডার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয়। যা সম্পূর্ণ পশ্চিমা দেশগুলোর এজেন্ডা। এর মাধ্যমে সমকামিতা ও ব্যভিচারসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এটি বাংলাদেশ তথা সারা বিশ্বের সমাজব্যবস্থায় ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের সকলকে এটা থেকে সচেতন থাকতে হবে। একমাত্র ইসলামী বিধিবিধান মেনে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন