হোম অন্যান্যসারাদেশ আশাশুনি সরকারী কলেজের দূনীতিবাজ অধ্যক্ষ মিজানকে অবশেষে পাবনায় বদলী করায় এলাকায় মিষ্টি বিতরন

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি সরকারি কলেজের দূনীতিবাজ, অনিয়মকারী অধ্যক্ষ ড. মিজানুর রহমানকে অবশেষে পাবনায় বদলী করা হয়েছে। এ খবরে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষক কর্মচারীরা অত্যান্ত আনন্দিত ও খুশিতে মাতহারা হয়ে উঠেছে এলাকায় মিষ্টি বিতরন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ এর উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত গত ২৭ সেপ্টেম্বর এর প্রজ্ঞাপনে (স্মারক নং ৩৭.০০.০০০০.০৬৭.০২.০১৭.২০১৭-২৩৮ তাং ২৭/০৯/২১) এ আদেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহযোগি অধ্যাপক গণিত) ড. মিজানুর রহমান (৭৯৪১) আশাশুনি সরকারি কলেজে সংযুক্ত অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে সহযোগি অধ্যাপক, গণিত পদে বদলির আদেশ দেওয়া হয়েছে।

আগামী ০৩/১০/২১ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে তিনি অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে রাস্ট্রপতির আদেশক্রমে উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ প্রজ্ঞাপনে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত. ড. মিজানুর রহমানের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানা প্রকার অভিযোগ রয়েছে। তার কৃতকর্মের জন্য কয়েকবার শালিস, অভিযোগ, তদন্ত ও কলেজের স্বভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত ও সরকারি করনে পিছিয়ে রয়েছে বলে সচেতন মহলে প্রচার রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন