আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে ৮ ও ৯ নং ওয়ার্ডের অসহায়দের মাঝে ঈদুল আজহা উপলক্ষে চাউল বিতরণ করা হয়। শুক্রবার সকাল থেকে উপজেলার সদর ইউনিয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঈদুল আজহা উপলক্ষে বরাদ্ধকৃত চাউল থেকে ৮ নং ওয়ার্ডে ৪৮০ জন ও ৯ নং ওয়ার্ডে ৪৪৬ জন অসহায় ব্যক্তিদের মাঝে বিতরন করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সন্তোষ কুমার মন্ডল, মহিলা মেম্বর ইন্দ্রানী মন্ডল, যুবলীগ নেতা পরেশ অধিকারী, তৈবার রহমান, শহীদুল ইসলাম, শামিম, আনোয়ার উজ্জ্বল, দফাদার মনিরুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামপুলিশ।