এম,এম সাহেব আলী, আশাশুনি :
আশাশুনিতে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের পরিবারের বাড়ী ভাংচুর, গাছপালা কর্তন ও পুকুরের মাছ লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বড়দল ব্রীজ সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধাবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার আব্দুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আকের আলী গাজী, মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, আকবর আলী প্রমুখ।
বক্তারা বলেন, বুড়িয়া মৌজার ১নং খাস খতিয়ানে চরভরাটি ৩১৫ দাগের জমি ১৯৭৬ সাল থেকে বড়দল গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সানা ও তার পরিবারভুক্ত ভ‚মিহীন মিজানুর রহমান ঘর বেঁধে বসবাস করে আসছেন। বর্তমান মাঠজরিপে যা তাদের নামে দখলী রেকর্ড হয়েছে। উক্ত জমি থেকে মুক্তিযোদ্ধার স্বজন, মিজানুর রহমানকে বেদখল করতে গত ২৮ জুন সকালে সাতক্ষীরা থেকে এড. শাহনাজ পারভীন মিলি, এড. সেলিনা আক্তার শেলী, শামীনুল ইসলাম উক্ত জমিতে উপস্থিত হয়ে স্থানীয় আয়ুব আলী, ইউছুপ আলী, দাউদ গাজীদের সাথে নিয়ে ঘরবাড়ি ভাংচুর, গাছগাছালী কর্তন ও মাছ লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।
ঘটনাটি আশাশুনি থানা পুলিশকে অবহিত করলে অফিসার ইনচার্জ গোলাম কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে থানায় নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এক মরহুম বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে ঢুকে তার সম্পত্তি জবর দখলের পায়তারা ও লুটপাটের প্রতিবাদসহ প্রতিপক্ষের বন্দোবস্ত বাতিলের দাবীতে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধাবৃন্দ।