হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আশাশুনিতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক
০ মন্তব্য 139 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বৃহস্পতিবার আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা-কালে, এসআই (নি:) মোঃ বিল্লাল হোসেন শেখ, এএসআই (নি:) মোঃ মিলনে হোসেন ফোর্সের সহায়তায় ১০০ গ্রাম গাঁজাসহ বুড়িয়া গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস ওরফে ছাক্কারকে আটক করে। এ সংক্রান্তে থানায় ১৯(৪)২০২০ নং একটি মামলা রুজু করা হয়। শুক্রবার সকালে আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন