হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ সভাপতি মিলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঠাকুরাবাদ মাঠে বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অনন্ত কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স.ম সেলিম রেজা মিলন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল, সাহিনুর আলম, দিলিপ কুমার মন্ডল ও মিজানুর রহমান ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রফি প্রমুখ।

স.ম সেলিম রেজা মিলন এসময় বলেন, ছাত্রজীবন থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের মাধ্যমে আশাশুনির মাটিকে আ’লীগের ঘাটিতে পরিণত করতে প্রাণপণ চেষ্টা করে এসেছি। আমরা এলাকার মানুষের কল্যাণে নিবেদিত ছিলাম, এখনো আ’লীগের এজেন্ডা বাস্তবায়ন ও এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে সততার সাথে কাজ করে যাচ্ছি। ইউনিয়ন পরিষদকে জনগণের আশ্রয়স্থলে পরিণত করতে এবং অসহায় দুঃস্থ্য মানুষের সুখ-দুঃখের সাথী হতে অধিকাংশ সময় ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে শালিসী বৈঠকে ন্যায্য বিচার ও সেবা প্রদান করে দায়িত্ব পালন করে এসেছি। আগামীতে সরকারের সকল কার্যক্রম বাস্তবায়ন ও জনমানুষের কল্যাণে নিবেদিত থেকে আমি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা করার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন