আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজ কেন্দ্রে ৫১০ জন, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ও বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৭৯৪ জন, দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুল ও দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪৮২ জন, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল ও বড়দল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৫ জন, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪০১ জন সর্বমোট ২৬১২ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ গ্রহনের কথা থাকলেও প্রথম দিন জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রনি আলম নূর প্রথম দিনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি কলেজ (ভেন্যু), বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, আনুলিয়া পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেন্যু) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, আশাশুনি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর এবং নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা হচ্ছে। তিনি পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। নিরিবিলি পরিবেশে পরীক্ষা চলছে। সামনের পরীক্ষাগুলো সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, সিনিঃ মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।