আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার সকল অফিস, ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও বঙ্গবন্ধুর জীবনীসহ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে দিন ভর বিভিন্ন অনুষ্ঠান প্রচার, সঙ্গীত পরিবেশন করা হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ঃ সীর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহ অফিসার নাজমুল হুসেইন খাঁন, ওসি গোলাম কবির, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলিসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার আঃ হান্নান। প্রধান অতিথি ছিলেন, ইউএনও নাজমুল হুসেইন। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ড. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে সেলিম রেজা সেলিম, শরিফুজ্জামান শরিফ, সাবেক জেলা ডিপটি কমান্ডার আমির হোসেন জোয়াদ্দার, সহকারী কমান্ডার জি এম মতিয়ার রহমান, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। দুপুরে ও সুবিধামত সময়ে মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা.আশ্রয়ন কেন্দ্র, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ঃ বিকাল ৩টায় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারমান অসীম চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, জেলা পরিষদ সদস্য উপজেলা যুবলীগের সেক্রেটারী মহিতুর রহমান, আ’লীগ দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা লিপি, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সেলিমা আক্তার সেলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি স.ম সেলিম রেজা সেলিম, উপজেলা কৃষকলীগের আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, ছাত্রলীগ সভাপতি আসামাউল হুসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করা হয়।
আশাশুনি প্রেসক্লাব ঃ প্রেসক্লাব কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাহেক সভাপতি এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান সহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।