আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনিতে জুম সফটওয়ার অন লাইনে আশাশুনি প্রেসক্লাব ও আশাশুনি রিপোর্টাস ক্লাবে নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের পরিচালানায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুসের দুর্গতি লাঘবে করনীয়তা এবং গৃহীত কার্যক্রম সম্পর্কে মতবিনিময় ও পরামর্শ গ্রহনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা নিজ কার্যালয়ে বসে অন লাইন জুম সফওয়ারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), চেয়ারম্যানবৃন্দ, আশাশুনি থানা অফিসার ইনচার্জ ও আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।