হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):
আমি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের সঙ্গে নিয়ে দল মত নির্বিশেষে এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হবে। আমার কাছে এলাকার উন্নয়ন আগে আর এই উন্নয়ন নিয়ে কোন প্রকার দুর্নীতি স্বজন প্রীতি করা হবে না। আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে আপনার এলাকার জনগণকে সাথে নিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান রইল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীর হাতকে শক্তিশালী এবং দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার সময় কুশুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্যামনগর -কালিগঞ্জ (আংশিক) –৪ আসনের কালিগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের সঙ্গে মতবিনিময়ে সভায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এস, এম আতাউল হক দোলন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত সভায় কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাফিয়া পারভিন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গাজী শওকত হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমূখ। উক্ত মতবিনিময় সভায় কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা মেম্বাররা উপস্থিত ছিলেন।