জাতীয় ডেস্ক : একদফার চলমান যুগপৎ আন্দোলনকে ‘শান্তিপূর্ণ’ দাবি করে আন্দোলনে কালিমা লেপন করতেই সরকার বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের কাহিনি’ সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি।
দলের নেতাকর্মীদের সরকারের যে কোনো উস্কানির মুখে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনে রাস্তায় থাকার আহ্বান জানান রিজভী।
কারাগারগুলোর অবস্থা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, কারাগারগুলোতে মানবিক বিপর্যয় চলছে। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাদের আটক রাখা হয়েছে, সেসব নেতাকর্মীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের আইনজীবী ও আত্মীয়-স্বজনরা জানতে পারছে না। কারাগারের ভেতর প্রতিটি ভবনের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের ঠেসে ঠেসে রাখা হয়েছে। যে ওয়ার্ডে ১০-১৫ জনের বেশি বন্দিকে রাখা যায় না, সেখানে একটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দিকে রাখা হচ্ছে। এমনকি দিনে-রাতে বিএনপির নেতাকর্মীদের বাইরে বের হতে দেয় না। আওয়ামী ফ্যাসিজমের ছোবলে বন্দিদেরও নিস্তার নেই।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের ২৭৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৯টি মামলায় আসামি করা হয়েছে ৯৯৫ এর অধিক নেতাকর্মীকে।
রিজভী বলেন, গত ২০০৮ সালে গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে হীন উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ। জনগণের ভোটের অধিকার ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে নিষ্ঠুর ফ্যাসিজম কায়েম করেছে। জনগণ তাদের একতরফা নির্বাচনের পাঁয়তারার সুযোগ আর দিবে না।