হোম অন্যান্যসারাদেশ আন্দোলনের মাধ্যমে এ অবৈধ্য সরকারের পতন ঘটাতে হবে -অনিন্দ্য ইসলাম অমিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

কঠোর আন্দোলনের মাধ্যমে এ অনির্বাচিত, অবৈধ্য ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। কারণ ফ্যাসিষ্ট স্বৈরাচার সরকারকে হটিয়ে গনতন্ত্র ও বেগম খালেদা জিয়া মুক্ত হলেই গনতন্ত্র মুক্ত হবে।

তাই সকলের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে একটি নিরপে সরকার কায়েম করতে। সুতরাং সজাগ এবং ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। মণিরামপুর উপজেলা জাতীয়তাবাদী (বিএনপি) দলের আহবায়ক কমিটি ও পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার সকাল ১০টায় মণিরামপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে পৌরশহরের চাউল বাজারস্থ্য দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, মণিরামপুরের বিএনপি’র নেতাকর্মীরা প্রমাণ করেছেন-দলের প্রয়োজনে তারা ঝুঁকি নিতে পারে, যে কোন ত্যাগ স্বীকার করতে পারে।

আমি বিশ্বাস করি তারা সংগঠনের সার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে। তাইতো সাবেক সফল সরকার প্রধান, জনগণের ভোটে নির্বাচিত বারবার দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খাদেজা জিয়াকে মুক্ত করার জন্য অতীতের ন্যায় মণিরামপুরের নেতাকর্মীরা সকল বাধাকে অতিক্রম করে একটি সুসংগঠিত ইউনিটে পরিনত হয়েছে। অতীতে আপনারা যেমন ঐক্যবদ্ধভাবে দলের কাজ করেছেন, দলের প্রয়োজনে সে ধারাবাহিকতা বজায় রাখবেন বলে এটা আমার বিশ্বাস।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, আবদুস সালাম আজাদ, মোহাম্মদ মুছা।

পৌর বিএনপিনেতা একে আজাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাড. মকবুল ইসলাম, উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, অ্যাডভোকেট এমএ গফুর, নিস্তার ফারুক, ডা. আলতাফ হোসেন, সন্তোষ স্বর, জামশেদ আলী, জুলফিকার আলী ভূট্টো, অ্যাড. মুজিবুর রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, আসাদুজ্জামন মিন্টু, জিএম মিজানুর রহমান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন