হোম জাতীয় আদালতের মর্যাদা রক্ষায় সতর্ক থাকতে বললেন প্রধান বিচারপতি

জাতীয় ডেস্ক:

বিএনপির আইনজীবীদের এক হাত নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিচারকদের নিয়ে ক্রমাগত বিষোদগার করায় ক্ষোভও ঝাড়লেন তিনি। এসময় আদালতের মর্যাদা রক্ষায় সবাইকে সতর্কও থাকতে বলেছেন তিনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর আগাম জামিন শুনানি ওপর এসব কথা বলেন তিনি।

এদিন প্রথমবার নিজ বাসায় হামলা প্রসঙ্গে মুখ খুললেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, বিচারকদের নিয়ে ক্রমাগত বিষোদগার করা হচ্ছে। একপক্ষ নিন্দা জানাচ্ছে আর আরেকপক্ষ ষড়যন্ত্র খুঁজছে। এটা কোন ধরনের আচরণ। বিএনপির আইনজীবীরা আদালত ও বিচারকদের নিয়ে বক্তব্যে যদি সতর্ক না হয়, তাহলে অন্যরাও একই পথে হাঁটবে।

পরে সাংবাদিকদের নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, নিপুণ রায়ের আইনজীবীরা যারা ছিলেন- তাদের উদ্দেশ্যে অনেকগুলো কথা বলেছেন তিনি। যেহেতু প্রধান বিচারপতির বাসভবনে হামলা সংক্রান্ত মামলা তাই বলছি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়, আইনজীবী হিসেবে আপনাদের (প্রধান বিচারপতি) কাছ থেকে আশা করেছিলাম, আপনারা নিন্দা জানাবেন। কিন্তু আপনারা কেউ নিন্দা জানাননি। প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে কোনো কথা বলেননি। অধিকন্তু আপনারা বলছেন, এটা ষড়যন্ত্র। যার ফলে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। এসব কথা বলেছেন প্রধান বিচারপতি।

পরে ভবিষ্যতে আন্দোলনের সময় আদালতের মর্যাদা রক্ষায় সতর্ক থাকতে বলেন আপিল বিভাগ। এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মামলাসহ নাশকতার ৪ মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ হাসপাতালসহ বিভিন্ন স্থানে হামলা হয়। তবে সেদিনের হামলায় সবচেয়ে ভয়াবহ দিক ছিলো প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর। ওই দিন আন্দোলনকারীদের হামলায় প্রাণ হারান এক পুলিশ সদস্যও।

এদিন জামিন মঞ্জুরের পর নিপুণ রায়ের আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, আমরা আদালতকে বলেছি, আমরা কখনোই প্রধান বিচারপতির বাসভবনে হামলার পক্ষে নই। যে বা যারা করেছে তার সুষ্ঠু বিচার চাওয়া হয়েছে। দায়ীদের শাস্তির আওতায় আনা হোক।

এ সময় বিএনপিপন্থী আইনজীবী মাহবুব উদ্দিন খোকনও তার সঙ্গে ছিলেন।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার এ মামলায় এখন পর্যন্ত তিন জন জামিনে আছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বাকিরা কারাগারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন