হোম এক্সক্লুসিভ আত্বমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে স্কুল শিক্ষক আঃ রব পলাশ

আত্বমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে স্কুল শিক্ষক আঃ রব পলাশ

কর্তৃক
০ মন্তব্য 175 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
স্কুল শিক্ষক আঃ রব পলাশ । যিনি করোনা প্রতিরোধে মানবতার সেবায় নিয়োজিত এক অতন্ত্র প্রহরী। যেখানে অসহায় কর্মহীন পরিবার খাদ্য অভাবে অভুক্ত সেখানেই হাজির। পাটকেলঘটা তথা সরুলিয়া ইউনিয়নবাসীর মুখে-মুখে যে নাম অসহায়ত্বের কান্ডারী। করোনার প্রভাব বিস্তাররোধে জনসচেতনতা থেকে শুরু করে সকলকে ঘরে থাকতে তার অক্লান্ত পরিশ্রম সত্যই সাধারণ মানুষের নজর কেড়েছে।

এ পর্যন্ত ২শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে।করোনা সহ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পাটকেলঘাটাবাসী গড়ে তুলেছেন সামাজিক সংগঠন পাটকেলঘাটা সমাজ কল্যাণ পরিষদ।এ সংঘঠনের সাধারণ সম্পাদক হিসাবে আঃ রব পলাশ এ প্রতিবেদক কে জানিয়েছেন।

মৃত্যু সত্য।চিরস্থায়ী দুনিয়া না।মানব সেবা বড় ধর্ম। মরেতো যাব মানুষের জন্য কিছু যদি করতে না পারি তবে বেঁচে থেকে লাভ কি। যতদিন বেঁচে আছি নিজের সব বিলিয়ে মানব সেবা করতে চাই। মরেও বেঁচে থাকতে চাই মানুষের মাঝে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন