শিপলু জামান, ঝিনাইদহ প্রতিনিধি :
কখনো খাচ্ছেন আগুনে পোড়া তপ্ত মোমবাতি,কখনো খাচ্ছেন কেরোসিন তেলের জলন্ত আগুন ,আবার কখনো চিবিয়ে খাচ্ছেন কাঁচ । শুনতে অদ্ভুত ও অবিশ্বাস্য মনে হলেও এমনটাই করেন সেলিম সরকার । দীর্ঘ ৩০ বছর ধরে এক বাজার থেকে অন্য বাজারে ছুটে চলেছেন তিনি । জীবিকার তাগিদে বেছে নিয়েছেন আগুন খাওয়া ,তপ্ত মোমবাতি খাওয়া আবার কখনো কাঁচ খাওয়ার মত ভয়ংকর সব খেলা ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঢাকালে পাড়ার বাসিন্দা সেলিম সরকার একটি বাইসাইকেলে চড়ে ভয়ংকর এসব খেলা দেখিয়ে বেড়ান উপজেলার বিভিন্ন হাট বাজারে।দর্শক আকৃষ্ট করতে কখনো জলন্ত মোমবাতি নিজ জিহ্বায় নেন আবার এ মোমবাতিই কখনো আবার খেয়ে ফেলেন আবার কখনো চিবিয়ে খেয়ে ফেলেন কাঁচ । খেলা দেখিয়ে দশর্করা খুশি হয়ে যে অর্থ দেন তা দিয়েই সংসার চালান কালীগঞ্জ উপজেলার ঢাকালে পাড়ার ১ সন্তানের জনক সেলিম সরকার ।
সরজমিনে দেখা যায় ,উপজেলার সিংগী বাজারে সেলিম সরকার পড়ন্ত বিকালে দর্শকদের খেলা দেখাচ্ছেন। তার এ ভয়ংকর খেলা দেখে মুগ্ধ দর্শকরা বিষ্ময়ে হাততালি দিচ্ছেন বার বার ।সেলিম সরকারের খেলা দেখে মুগ্ধ আলম শেখ বলেন ,অসাধারন ।আমি কোনদিন এমন খেলা দেখিনি ।সত্যিই অসাধারন লাগলো।
ভয়ংকর খেলা দেখানো সেলিম সরকার প্রতিবেদকে জানান ,আমি ৩০ বছর ধরে বিভিন্ন হাট বাজারে খেলা দেখায় ।আমার খেলা দেখে দর্শকরা খুশি হয়ে যা দেই তাতে আমার সংসার চলে ।