ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অন্যের দোষ ত্রুটি খুঁজতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ রোববার (১৬ এপ্রিল) রাজধানীর হাজারীবাগের হাজী শাহজাহান মার্কেটে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ধানমণ্ডি থানা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. শাহজাহানের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান।
উপহারসামগ্রী বিতরণের আগে এক আলোচনা সভায় জি এম কাদের বলেন, ‘মানুষ নিরাপত্তার জন্য রাষ্ট্র ও সরকার গঠন করে খাজনা দেয়। কিন্তু, আওয়ামী লীগ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। তারা নিজেদের নিরাপত্তা, আর অন্যের দোষত্রুটি খুঁজতে ব্যস্ত। সমস্ত দুর্ঘটনা ও ব্যর্থতার দায় অন্যের ওপরে চাপাতে চেষ্টা করছে তারা। এটি সরকারের কাজ নয়। সরকার অন্যের ওপর দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা এড়াতে পারে না।’
বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘জনগণের এই দুঃসময়ে সরকারি দলের আনন্দ আয়োজনের কমতি নেই। সরকারি দল প্রতিনিয়ত নিত্যনতুন উপলক্ষ তৈরি করে আনন্দ উৎসব করছে। নতুন দিবস সৃষ্টি করে তারা ১২ মাসে চব্বিশ পার্বণ তৈরি করেছে। জনগণের দুঃখ দুর্দশা লাঘবে তাদের দৃষ্টি নেই।’
স্বাধীনতার ৫০ বছর পরও বৈষম্যের শিকার হচ্ছি জানিয়ে জি এম কাদের বলেন, ‘বিভিন্ন জনগোষ্ঠীর মাধ্যমে আমরা প্রতিনিয়ত শোষণ ও বৈষম্যের শিকার হচ্ছি। কেউ দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। অন্যদিকে, দেশের অধিকাংশ মানুষ অর্থকষ্টে অনাহারে দিন কাটাচ্ছে। সরকারি দলের লোকজন সবক্ষেত্রে অবাধ সুযোগ-সুবিধা ভোগ করছে। আর সাধারণ মানুষ প্রতিটি ক্ষেত্রে লাঞ্ছনা, বঞ্চনা ও শোষণের শিকার হচ্ছে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক, সদস্য রেজাউল করিম, সোহেল রহমান, মাহবুবুর রহমান খসরু, ঢাকা মহানগর দক্ষিণের নেতা এম এ সাঈদ, অপু সিকদার, শাহ আলম দেওয়ান, জাকির হোসেন মল্লিক, কাদের মোল্লা ও শাহজাহান খান প্রমুখ।