হোম অন্যান্যসারাদেশ আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

ইবি সংবাদদাতা:
আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে ইবি শাখা ছাত্রশিবির, তলাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলন ও জাস্টিস ফর জুলাইসহ অন্যান্য ফ্যাসিবাদবিরোধী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই’, ‘ওয়ান টু থ্রী ফোর, আওয়ামীলীগ নো মোর’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামীলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘২৪ এর বাংলায়, সন্ত্রাসের ঠাই নাই’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’ ও ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে সহ-সমন্বয়ক তানভির মাহমুদ মন্ডলের সঞ্চালনায় সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘জুলাই আন্দোলন যেভাবে ধৈর্যের সাথে আমাদের চালাতে হয়েছে। তেমনি আরেকটি আন্দোলনও আমাদের ধৈর্যের সাথে চালিয়ে যেতে হবে। আমরা দেখছি কিছু চাওয়া পাওয়া, বুঝা পোড়ার কারণে আওয়ামী প্রশ্নে অনেকে নমনীয়তা দেখাচ্ছে। আমরা আশা করি জুলাই আন্দোলনে তারা যেভাবে কাঁধে কাধ মিলিয়ে আন্দোলন করেছে সেই কাজটিই করবে। আসলে গত ৫ আগস্টেই আওয়ামীলীগ নিষিদ্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। জুলাই গণহত্যা চালিয়ে তারা তাদের বেঁচে থাকার নৈতিক অধিকার হারিয়েছে।’

এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটি দাবি জানান। দাবিগুলো হলো- আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন