হোম অন্যান্যসারাদেশ অস্ত্র, ডাকাতিসহ ৮ মামলার আসামী খলিশাখালির রবিউল গ্রেফতার

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা :

অবৈধ অস্ত্র, ডাকাতি, দস্যুতা, পুলিশের ওপর হামলা করে আসামী ছিনতাই, মারপিট, জমি জবরদখলসহ অন্তত ৮ মামলার আসামী খলিশাখালির সন্ত্রাসী ও ভূমিদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম গাজী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান, এসআই হাফিজুর রহমান, এএসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কালীগঞ্জ উপজেলার নলতা ইন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিউল খলিশাখালির শাহজাহান গাজীর ছেলে।

তার বিরুদ্ধে থানায় অন্তত ৮টি মামলা রয়েছে উল্লেখ করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, দেবহাটার খলিশাখালিকে অপরাধী ও সন্ত্রাসীদের অভয়ারণ্য গড়ে তোলা ভূমিদস্যু বাহিনী গুলোর মধ্যে অন্যতম ছিল রবিউল বাহিনী। বিগত প্রায় দেড় বছর ধরে খলিশাখালির ব্যাক্তি মালিকানাধীন ১৩২০ বিঘা জমি ও মৎস্য ঘের জবরদখলে রেখে সেখানে দস্যুতা, ডাকাতি, অস্ত্রবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল রবিউল বাহিনী।

সাম্প্রতিক সময়ে গ্রেফতারি পরোয়ানা তামিলকালে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয় রবিউল ও বাহিনীর সন্ত্রাসীরা। এতে ৫ পুলিশ সদস্যও আহত হন। পরবর্তীতে একের পর এক পুলিশের অভিযানে অস্ত্রসহ বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হলেও পলাতক ছিল রবিউল। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন