হোম অন্যান্যশিক্ষা অনলাইনে ক্লাস নিলেন কাউখালীর মেধাবী শিক্ষার্থী হুমায়ারা সাঈদ ঝিনুক

অনলাইনে ক্লাস নিলেন কাউখালীর মেধাবী শিক্ষার্থী হুমায়ারা সাঈদ ঝিনুক

কর্তৃক
০ মন্তব্য 447 ভিউজ

পিরোজপুর অফিস:
করোনার কারনে দীর্ঘদিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়া লেখার ক্ষতি পুষিয়ে নিতে পিরোজপুরের কাউখালীর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকগন অনলাইন ক্লাস চালু করেছেন। ঠিক এই সময় শিক্ষকদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগীতার জন্য নিজ উদ্যোগে অনলাইনে ক্লাস নিচ্ছেন কাউখালীর জনপ্রতিনিধি দম্পত্তির কন্যা খুলনা মিলিটারী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হুমায়ারা সাঈদ ঝিনুক।

হুমায়ারা কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ও উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলিজা সাঈদের কন্যা। সে ঢাকার সিদ্ধেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ এবং খুলনা মিলিটারী কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত জেএসসি ও ২০২০ সালে এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ -৫ পেয়ে উত্তির্ণ হয়। সে বর্তমানে একই কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছে।

হুমায়ারা বলেন, দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাসের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারনে শিক্ষার্থীরা পড়া লেখায় অমনোযোগী হয়ে পরেছে। তাই তাদের পড়া লেখার কিছুটা সহযোগীতা করার জন্য নিজ উদ্যোগে অনলাইন ক্লাস চালু করেছি। আশাকরি এতে সাধারণ শিক্ষার্থীদের কিছুটা পড়ালেখায় সহায়ক হবে। আমার এই অনলাইন ক্লাস করোনাকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম বলেন, করোনাকালীন সময় শিক্ষার্থীদের পড়া লেখার কথা চিন্তা করে কাউখালীর মেধাবী শিক্ষার্থী হুমায়ারা অনলাইনে ক্লাস নিচ্ছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই। তার এই ক্লাসে শিক্ষার্থীদের পড়ালেখার অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। এই সংকটকালে আমার জানামতে শিক্ষকদের পাশাপাশি কোন শিক্ষার্থী এই প্রথম অনলাইনে ক্লাস নিচ্ছে। তার অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দেশের মেধাবী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য এভাবে সহযোগীতা করলে একদিন আমরা নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে পারব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন