জাতীয় ডেস্ক:
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত। গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ সবার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল।
এর আগে, সকালে আদালতে উপস্থিত হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক তাদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। শুনানিতে দুই পক্ষের আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডাও হয়।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বললেন, এক মাসের জামিন দেয়া আইনের বরখেলাপ। নোবেলজয়ী ড. ইউনেূসের সাথে অন্যায় হয়েছে। টার্গেট করে এমনটা করছে সরকার।
অপরদিকে, কলকারখানার আইনজীবী খুরশীদ আলম খানের দাবি, ড. ইউনূসকে কোনো হয়রানি করা হচ্ছে না। তাকে আইনের মধ্যেই থাকতে হবে। আইন লঙ্ঘন করেছেন বলেই বিচার হচ্ছে।
বছরের শুরুতে এ মামলায় অভিযুক্ত ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন শ্রম আদালত। একইদিনে সবাইকে জামিন দেন আদালত। পরে গত ৩ মার্চ এই মামলায় তাদের জামিনের মেয়াদ বাড়ান আদালত। সেদিন পরবর্তী শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেছিলেন আদালত।