নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ। কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকরা। আর রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অভাব অনটনের মধ্যে দিন পার করছেন অনেকে। সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সদস্যদের জন্য গতকাল সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে ৬০ জন দুঃস্থ কর্মহীন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক মোহাম্মাদ আলী সুজন, এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান সরদার সম্পাদক ফারুকুজ্জামান, সহ সভাপতি আবুল হোসেন, কোষাধ্যক্ষ বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল হক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।