হোম বরিশালঝালকাঠি রাজাপুরে বাস চাপায় মটরসাইকেল আরোহী নিহত

রাজাপুরে বাস চাপায় মটরসাইকেল আরোহী নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম ছাদ্দাম ৩২ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮ দিকে বরিশাল-ভান্ডারিয়া আ লিক মহাসড়কের রাজাপুরের কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালির মোঃ ইউনুছ হাওলাদারের বড় ছেলে। সে ডেনিশ কনডেন্সমিল্ক কোম্পানির রাজাপুর উপজেলার এস আর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, রাতে রবিউল রাজাপুর সদর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ীতে যাচ্ছিল।পথিমধ্যে কৈবর্তখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইসলাম পরিবহন নামে একটি যাত্রী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন