হোম রাজনীতি ‘যতদিন চোরাগোপ্তা হামলা চলবে, ততদিন গ্রেফতারও চলবে’

রাজনীতি ডেস্ক:

যতদিন বিএনপির চোরাগোপ্তা হামলা চলবে, ততদিন গ্রেফতারও চলবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘গত ২৮ অক্টোবর থেকে বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিচারপতির বাসভবন ও হাসপাতালে হামলা হয়েছে। অ্যাম্বুলেন্সেও হামলা হয়েছে। পুলিশকে সাপের মতো পিটিয়ে মারা হয়েছে। একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো করে পেটানো হয়েছে। আমাদের দলের নারী কর্মীদের কাপড় ধরে টানাটানি করা হয়েছে। এটা কোনো রাজনৈতিক দলের কার্যক্রম হতে পারে না।’

‘এখন আল কায়েদার মতো গোপন আস্তানা থেকে অবরোধের নামে বাসে আগুন ও পেট্রোলবোমা দেয়ার কর্মসূচি দিচ্ছেন রিজভী।

যতদিন বিএনপির এ চোরাগোপ্তা হামলা চলবে, ততদিন গ্রেফতারও চলবে বলে জানান হাছান মাহমুদ।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রতিবাদে রাজপথে শান্তি সমাবেশ করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করে।

শান্তি সমাবেশে আগত নেতাকর্মীরা জানান, বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি প্রতিহত করতে রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগ। বিএনপির যে কোনো ধরনের নৈরাজ্যকে কঠোর হাতে দমন করা হবে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ কর্মসূচিতে অংশ নিয়ে দলের নেতারা আরও বলেন, বিএনপির কোমর ভেঙে গেছে। ক্ষমতায় আসতে হলে তাদের অবশ্যই নির্বাচনে আসতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন