হোম অন্যান্যসারাদেশ মাগুরায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

মাগুরায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 138 ভিউজ

মাগুরা অফিস :

গর্জে ওঠো, রুখে দাড়াও। ধর্ষণসহ সকল প্রকার অনাচার থেকে সমাজ বাঁচাও। এই শ্লোগানে অব্যাহতভাবে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধসহ সকল প্রকার অনাচার বন্ধের দাবিতে মাগুরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। আজ মঙ্গলবার দুপুরে জেলা মহিলা পরিষদের আয়োজনে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মমতাজ বেগম. লিপিকা দত্ত, কাজী লবনী জামান, শামসুন্নাহার জোছনা, এটিএম আনিচুর রহমান প্রমুখ। বক্তারা সারাদেশে নারী ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সংহিসতার প্রতিবাদ জানান এবং সম্প্রতি সময়ে ঘটে যাওয়া সকল ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া ধর্ষকদের গ্রেপ্তার ও অপরাধীদের ফাঁসির দাবিতে সকালে মাগুরা কলেজ রোডে মানববন্ধন করে গ্রীণ ভয়েজ নামে একটি সামাজিক সংগঠন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন