হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এ মোল্লাহাট আউটলেট শাখার প্রথম স্থান অর্জন।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর আউটলেট শাখা আমানত সংগ্রহে জেলায় প্রথম স্থান অর্জন করেছে। গত শুক্রবার(২২ জানুয়ারী) বাগেরহাটের বারাকপুরস্থ সুন্দরবন রিসোর্টে অনুষ্ঠিত বাগেরহাট জেলা আউটলেট মালিকদের এক মিলন মেলায় প্রথম স্থান বিজয়ী মোল্লাহাট আউটলেটের মালিক মোঃ বোরাক মোল্লা ডাচ্-বাংলা কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম স্থান অর্জনের পুরস্কার গ্রহন করেন।

জেলার ৫৮টি আউটলেটের মধ্যে এবৎসর মোল্লাহাট সর্বচ্চো আমানত সংগহ্রকারী আউটলেট শাখা হিসাবে নির্বাচিত হয়। উক্ত মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রিজোনাল ম্যানেজার এ. এইচ. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট ব্রাঞ্চ ম্যানেজার দেবজিৎ দাস ও খুলনার আর এম মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ফকিরহাট আউটলেটের মালিক এস. এম মহসিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগেরহাট এরিয়া ম্যানেজার মোঃ হারুন অর রশীদ, মোঃ শামচুজ্জামান ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন