হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আর নেই

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪২) হৃদ ক্রিয়া যন্ত্র বন্দ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সোমবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি রাজপাঠ গ্রামে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা একটি ক্লিনিকে নিয়ে গেলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র ও ১কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রাজপাঠ গ্রামের মাওলানা ইসমাইল শিকদারের পুত্র। মঙ্গলবার দুপুর আড়াইটায় মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে।

নামাজে জানাযা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এদিকে তাঁর মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী সহ নানা শ্রেণিপেশার মানুষ তাঁকে শেষ বারের মত দেখার জন্য তাঁর বাড়ীতে উপস্থিত হন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন