হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বঙ্গবন্ধু পল্লীতে সবজির বীজ ও গাছের চারা রোপন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু পল্লী-৩ এর সামনে তাল গাছের চারা রোপনসহ পল্লীর ১০০শত ভুমিহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং সবজির বীজ বিতরন করা হয়েছে।

শনিবার (১৭জুলাই) দুপুর ১২টায় উপজেলার শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া নদীর চরে অবস্থিত বঙ্গবন্ধু পল্লী-৩ (আশ্রায়ন প্রকল্প) এর সামনে শতাধিক তাল গাছের চারা ও সবজির বীজ রোপন করা হয়। শেষে শতাধিক পরিবারের মাঝে ঘর প্রতি ১বস্তা (৩০কেজি) করে চাউল বিতরন করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেযারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ হারুনার রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল ও মোঃ সোলায়মান মন্ডল সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন