হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাছের তন্ময় এর পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে ও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফকিরহাট সদর ইউনিয়নে ১০০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ৫০জনের মাঝে ১হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার (১৭ জুলাই) বেলা ১১টায় বিতরণকালে উপস্থিত ছিলেনউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্মল দাশ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায়, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক অসীম দেবনাথ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুলফিকার জুয়েল সহ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন