নড়াইল অফিস :
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন”– প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সন্ধায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে ১৮ দলীয় পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। খেলাল উদ্বোধন করেন পুলিশ সুপর প্রবীর কুমার রায়।
এ খেলায় টুর্নামেন্টে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ফাইনাল খেলায় নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় ও ডিআই-১ মীর শরিফুল ইসলাম দল ২৮/২৬ পয়ন্টে পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) শিমুল কুমার দাস ও এসআই মিহির এর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে কনস্টেবল মিঠুন জোয়ারদার এর দল ২২/২০ পয়েন্টে এসআই (নিঃ) মোঃ তাহিদুর রহমান এর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের দেহ ও মনকে সুস্থ, সুন্দর ও সতেজ রাখতে ডিউটি ও ডিসিপ্লিনের পাশাপাশি খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।
টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পুনাক সভানেত্রী রানু দে সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং পুলিশ কর্মকর্তাগণ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এস, এম, কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল প্রনব কুমার সরকার, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কনি মিয়া, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু হেনা মিলন , নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা সহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ এবং আমন্ত্রিত অতিথি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।