নড়াইল অফিস :
নড়াইলের ঐতিহ্যবাহী সংগঠন যুগান্তর নাট্য সংসদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সকল আয়োজনের মধ্যে ছিল সকাল ১০ টায় নড়াইল শহরের পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরে অবস্থিত গণকবরে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ। সন্ধ্যা ৬ টায় শিল্পকলা একাডেমী মিলনায়নে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান এবং রাতে নাট্যানুষ্ঠান ।
এসময় সুদিপ্ত দাসের রচনায় ও নির্দেশনায় পাপ নাটক মঞ্চায়ন হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় যুগান্তর নাট্য সংসদের সভাপতি মলয় কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড এস এ মতিন, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক আসলাম খান লুলু, প্রতিধ্বনী নাট্যদলের সভাপতি মাহবুব ই রসুল অরুন, শিশু কানন নাট্য দলের পরিচালক আসাদুর রহমান প্রমুখ।