দীপক শেঠ,কলারোয়া (সাতক্ষীরা) :
জাতীয় শোক দিবস উপলক্ষে কলারোয়ায় ঋষি ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ঋষি ফাউন্ডেশনের শাখা চত্বরে সমিতির সদস্যদের মাঝে আমলকি ও কদবেল গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার এহছানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঋষি ফাউন্ডেশনের কলারোয়া শাখা ম্যানেজার আব্দুর রাজ্জাক, সেকেন্ড অফিসার সুবাস চন্দ্র সরকার, জুনিয়র ফিল্ড অফিসার জাহাঙ্গীর হোসেন ও বাপ্পা কুমার ঘোষ, ঋষি ফাউন্ডেশন’র ক্ষুদ্র ঋণ সমিতির সদস্য জয়ন্তী রাণী, মঞ্জুয়ারা, মানছুরা, রুমা, হামিদা, সেলিনা, রোজিনা, আশুলতা, কল্যাণী, নাজমা, রাশিদা, অঞ্জলি, শারমিন, রেশমা, লিচু, দীপালী, আফিরণ, নাজমা, নুরুন নাহার, ঝরণাসহ সমিতির সদস্যবৃন্দ।
