খুলনা অফিস :
খুলনায় টিসিবি’র পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগে এক ডিলারের লাইসেন্স বাতিল ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বৈকালী এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার টিসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল মোর্শেদ জানান, নগরীর বৈকালীতে টিসিবি’র ডিরার করোনা ভাইরাস প্রতিরোধ কাযর্ক্রমে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বরাদ্ধকৃত সামগ্রী ব্রিকয়ে অনিয়ম করা হচ্ছে।
এমন খবর পেয়ে খুলনা জেলা প্রশাসন, পুলিশ, র্যব-এর যৌথ অভিযান চালায়। এ সময় বৈকালী এলাকার টিসিবির ডিলার মৃধা বেলায়েত হোসেন টিসিবি থেকে উত্তলনকৃত মালামাল বিক্রির সময় ৮৫ লিটার তেল কম পাওয়ায় যায।এ সময় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের নেতৃত্বে মোবাইল কোর্টের ঘটনার সত্যতা পাওয়ায় ডিলারের লাইসেন্স বাতিল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিলার টিসিবির পণ্য উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। একই সাথে তিনি ওএমএস ডিলারও। এরিআগেও গতবছর একবার এই ডিলার ওএমএস চাল চুরির অপরাধে একই ধরনের সাজা ভোগ করেছিল।