হোম অন্যান্যলিড নিউজ খুলনায় করোনা আক্রান্ত নার্স এর বাড়িতে খাবার দেওয়া বন্ধ করায় আবেগঘন স্ট্যাটাস

খুলনায় করোনা আক্রান্ত নার্স এর বাড়িতে খাবার দেওয়া বন্ধ করায় আবেগঘন স্ট্যাটাস

কর্তৃক
০ মন্তব্য 149 ভিউজ

খুলনা অফিস :

খুলনায় করোনা আক্রান্ত হওয়া এক নার্সের বাড়িতে খাবার বন্ধ করা হয়েছে বলে দু:খ প্রকাশ করে জাতির কাছে প্রশ্ন ছুড়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এক নার্স । তার ফেসবুক থেকে সংগৃহীত স্ট্যাটাসটি তুলে ধরা হলো ।

আমি শিলা রানী দাস, নার্সিং সুপারভাইজার পদে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আমি স্বাধীনতা নার্স পরিষদ এর খুলনার বিভাগীয় প্রেসিডেন্ট। গত ০৪.০৪.২০২০ থেকে করোনা হাসপাতালে কর্তব্যরত ছিলাম। গত ২৮.০৪.২০২০ এ আমার করোনা পজিটিভ ধরা পড়ে। এখন আমি করোনা হাসপাতালে ভর্তি আছি।

আমার জন্য সকলে একটু আশীর্বাদ করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের সবার মাঝে ফিরে আসতে পারি।

তবে খুব কষ্ট লাগছে আমাদের এলাকার কমিশনারসহ কিছু লোকের কর্মকান্ডে । আমি যখন করোনা হাসপাতালে ভর্তি হয় তখন তারা আমার বাসা, কাজের লোকের বাসা লকডাউন করছে, ঠিক আছে!
কিন্তু আমি এজন্য নিরামিষভোজী, আমার বাড়ির মানুষ জন বলেছে আমার খাবারের ব্যবস্থা করতে, আমি নিজেও বলেছি.. কিন্তু তারা মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে!

আমার সমাজের কাছে প্রশ্ন আমি রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছি এখানে আমার অপরাধটা কোথায়? আমি কি কোনো অপরাধী যে আমাকে খাবার টা পর্যন্ত দেয়া যাবেনা! আমি কি না খেয়ে মারা যাবো ? এ কেমন বিচার ? কারা এদেরকে এলাকার মানুষের দেখা শোনার ভার দিয়েছে ?

সম্পর্কিত পোস্ট

মতামত দিন