হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক :

কালিগঞ্জ কৃষ্ণনগরে ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম ইলিয়াছ হোসেন ( ১৯)। সে ওই গ্রামের শওকত হোসেন শেখের ছোট ছেলে ও কালিগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পারিবারিক সূত্র জানায়, ইলিয়াছ তার বাবার সাথে ফসলের ক্ষেতে পানি দিচ্ছিল। পানি দেওয়া শেষে সে তার বাবাকে মোটরের প্লাগ তুলে দিতে বলে। কিন্তু অসাবধানতা বশত প্লাগ তোলার আগেই সে মোটরের তার খুলতে গেলে পায়ে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুর রহমান ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন। তারা অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন