হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী মীর তৌহিদের ইন্তেকাল

কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী মীর তৌহিদের ইন্তেকাল

কর্তৃক
০ মন্তব্য 241 ভিউজ

দীপক শেঠ, কলারোয়া :

কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী মীর তৌহিদুর রহমান (৫৩) মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল (ইন্না…রাজেউন) করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের মৃত মীর মতিয়ার রহমানের পুত্র।

কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল জানান, গত ১ মাস থেকে তৌহিদুর রহমান কিডনি, ফুসফুস ও ডায়াবেটিকস রোগের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমের জানাযা নামাজ তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মীর তৌহিদুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে মরহুমের মুরারীকাটি গ্রামের বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, পৌরসভার হিসাব রক্ষক ইমরুল হোসেন, করনির্ধারক নাজমুল হোসেনসহ অনেকে।

এদিকে, কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী তৌহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সহ.সভাপতি সম মোরশেদ আলী ভিপি, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলসহ কাউন্সিলর বৃন্দ প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন