কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া উপজেলার ধানদিয়াসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ধানদিয় কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন সাফায়াত।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার জিয়াউর রহমান, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামমসুউদ্দীন আল মাসুদ বাবু, মেডিকেল অফিসার ডাক্তার মাহাদী আল মাসুদ, স্বাস্থ্য কর্মকর্তা নজরুল ইসলাম, ইউপি সদস্য খালিদ হাসান (টিটু) সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী এবং সুধিজন। এ ছাড়া রামকৃষ্ঞপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়।